তালা(সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় নাশকতার অভিযোগে সেলিম হোসেন(২৮) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার(১০ নভেম্বর) ভোরে উপজেলার হাজরাকাটি গ্রাম থেকে তাকে আটক করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সেলিম উপজেলা হাজরাকাটি গ্রামের মৃত শাহাদাৎ খাঁ’র ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম রেজা বাংলানিউজকে জানান, ২০১৩ সালের শেষের দিকে জামায়াত-বিএনপি’র মিছিলে প্রকাশ্যে নেতৃত্ব দিয়েছিল সেলিম। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তাকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
পিসি/