ফরিদপুর: ৫ দফা দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা এ কর্মসূচিতে অংশ নেন।
পাঁচ দফা দাবির মধ্যে, সরকারি পে-স্কেলে ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, চাকরির নিশ্চয়তা ও নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনকে (ফারিয়া) স্বীকৃতি দেওয়া, সাপ্তাহিক ছুটিসহ সরকারি ছুটি উল্লেখযোগ্য।
মানববন্ধনে জেলা ফারিয়া’র আহ্বায়ক মজিবুর রহমান ভূঁইয়া, মো. শামীনুর রহমান, মো. তরিকুল ইসলাম, মো. শহিদুল ইসলাস, মো. আব্দুল আলীম, মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১০,২০১৫
ওএইচ/এমএ