ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে যৌনকর্মীসহ আটক অর্ধশতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
গাজীপুরে যৌনকর্মীসহ আটক অর্ধশতাধিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী, বোর্ডবাজার ও চান্দনা চৌরাস্তা এলাকায় মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে দালালসহ অর্ধশতাধিক যৌনকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

যৌথবাহিনী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে সিটি করপোরেশনের বোর্ডবাজার, চান্দনা ও কোনাবাড়ী এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী।

এ সময় হোটেল অতিথি, গোল্ডেন সান, এয়ার, ড্রীমল্যান্ড, রেইনবো, বনভোজন, গুলশান ভিউ, মডেল, হোটেল মুনসহ বেশ কয়েকটি আবাসিক হোটেল থেকে দালালসহ অর্ধশতাধিক যৌনকর্মীকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে এসব আবাসিক হোটেলগুলোতে চলছিল অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ।  

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।