ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘শুভজন’ পদক পেলেন কামাল লোহানী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
‘শুভজন’ পদক পেলেন কামাল লোহানী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভজনের গুণীজন পদক-২০১৫ পেয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক কামাল লোহানী।
 
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুভজনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেওয়া হয়।


 
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ পদক তুলে দেন। শিল্প-সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের জন্য তাকে এ পদক দেওয়া হয়।
 
শুভজন প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলাসহ দেশের সার্বিক উন্নয়ন ও সমাজ বিনির্মাণে এক গুণীজনকে পদক ও ১০ গুণীজনকে সংবর্ধনা দিয়ে আসছে।

সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- কবি কাজী রোজী এমপি, নাট্যজন ড. ইনামুল হক, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান, অধ্যাপক ড. শফিক উজ জামান, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, কবি নাসির আহমেদ, নজরুল সংগীতশিল্পী ওস্তাদ সালাউদ্দিন আহমেদ, কবি আসলাম সানি, সাংবাদিক মাহমুদ আল ফয়সাল ও কণ্ঠশিল্পী এস এম তারেক।
 
শুভজন পদকপ্রাপ্ত গুণীজন হিসেবে কামাল লোহানীকে উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তরুণ রাসেল। এছাড়া পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকার প্রাইজ বন্ড, শুভজনের নিজস্ব নকশার ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। সংবর্ধিত ১০ গুণীজনকে ক্রেস্ট প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এম আর মঞ্জু সভাপতিত্ব করেন।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
আরইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।