কুমিল্লা: নিখোঁজের ২ দিন পর কুমিল্লার দেবিদ্বারে আব্দুর রশিদ (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আব্দুর রশিদ (৫৫) উপজেলার বাগুড় এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার বাগুড় এলাকার এক পরিত্যক্ত বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ৮ নভেম্বর রাতে রশিদ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। মঙ্গলবার বিকেলে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
পিসি/