ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

ফাঁসি থেকে রেহাই পেলো ‘শীর্ষ সন্ত্রাসী’ জোসেফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
ফাঁসি থেকে রেহাই পেলো ‘শীর্ষ সন্ত্রাসী’ জোসেফ

ঢাকা: হত্যা মামলায় নব্বইয়ের দশকের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল আহমেদ জোসেফের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মামলার আরেক আসামি যাবজ্জীবন প্রাপ্ত কাবিল সরকারকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।



বুধবার (০৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এসএম শাহজাহান।

১৯৯৬ সালের ৭ মে ফ্রিডম পার্টির নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রাশিদা পারভীন পরদিন ৮ মে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।
 
এ মামলায় বিচারিক আদালত ২০০৪ সালের ২৫ এপ্রিল আসামি জোসেফ ও মাসুদ জমাদারকে মৃত্যুদণ্ড এবং কাবিল সরকার, হারিস আহমেদ ও আনিস আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

হারিস ও আনিস পলাতক থাকায় তারা হাইকোর্টে আবেদন করেননি। তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে জোসেফ, কাবিল ও মাসুদ।

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর মাসুদকে খালাস দিয়ে জোসেফের মৃত্যুদণ্ড এবং কাবিলের যাবজ্জীবন দণ্ডের রায় বহাল রাখা হয়।
 
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে জোসেফ ও কাবিল আপিলে যাওয়ার পর বুধবার আপিল বিভাগ এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯,২০১৫/আপডেট: ১৬৫৫ ঘণ্টা
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।