ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা এলাকায় ট্রাকের ধাক্কায় ইউসুফ হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।



বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ হোসেন ওই একই এলাকার আব্দুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লাবসা এলাকা থেকে মোটরসাইকেলে দুই সঙ্গীকে নিয়ে সাতক্ষীরা শহরে যাচ্ছিলেন ইউসুফ। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে আহত হন তার দুই সঙ্গী। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।