ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের চাকলাপাড়া থেকে ২৮৪ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির এক লাখ তিন হাজার টাকাসহ রবিউল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোরে তাকে আটক করা হয়।



আটক রবিউল একই এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-ছয় এর সিপিসি-দুই, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সুরুজ মিয়া জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন রবিউল। বৃহস্পতিবার ভোরে তিনি চাকলাপাড়ায় মাদক বিক্রি করছিলেন। খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে এসময় মাদক ক্রেতাকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।