ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মতলবে জুয়াড়ির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
মতলবে জুয়াড়ির মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের মতলবে পুলিশ দেখে পালানোর সময় অসুস্থ হয়ে ফজর আলী পাঠান (৫২) নামে এক জুয়াড়ির মৃত্যু হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) দিন গত রাত সাড়ে ১১টায় পৌরসভার দগরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পেশায় তিনি একজন রিকশাচালক ছিলেন।

স্থানীয় বাসিন্দা রোকনুজ্জামান বাংলানিউজকে জানান, রাতে দগরপুর রাস্তার পাশে একটি টং ঘরে ফজর আলীসহ কয়েকজন জুয়া খেলছিলেন। এ সময় মতলব থানার একদল টহল পুলিশ ওই এলাকায় গেলে জুয়াড়িরা দৌঁড়ে পালিয়ে যান। এ সময় ফজর আলী কিছুদূর যাওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা ও মতলব থানা পুলিশ তাকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে রাতেই তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ফজর আলীকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুব উদ্দিন বাংলানিউজকে বলেন, স্থানীয়রা জানিয়েছে ফজর আলী আগে থেকেই অসুস্থ ছিলেন।
 
তার মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।