ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কোথাও আমার ছবি নেই

সাব্বির আহমদ, পদ্মাপাড় (মাওয়া) থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
কোথাও আমার ছবি নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘কোথাও আমার ছবি নেই’- বেশ দৃঢ় প্রত্যয়ে স্বতস্ফূর্ত কণ্ঠে শব্দটি উচ্চারণ করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘পদ্মার মাওয়া থেকে শুরু করে ওই পাড়ে (জাজিরা) যাবেন কোথাও আমার ছবি নেই।

ঢাকা শহরেরও কোথাও আমার ছবি দেখবেন না। আমি যদি শুনি কেউ আমার ছবি লাগিয়েছে তা নামিয়ে ফেলতে বলি। ’

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ পদ্মা সেতুর মাওয়া ঘাটে সার্ভিস এরিয়া-১ এ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
 
‘ছবি দিয়ে মানুষের অন্তরে থাকতে পারবো না। মানুষের অন্তরে থাকতে হবে কাজ দিয়ে’- বলেই চললেন তিনি।

ঢাকা থেকে মাওয়া মুন্সিগঞ্জ যাওয়ার পথে পথে নেতাকর্মীদের ছবি বাহারি পোস্টারে বিরক্তি আগেই জানিয়ে আসছিলেন সড়ক ও সেতু মন্ত্রী ।
মন্ত্রীর নিষেধ স্বত্বেও এরপরও ঢাকার এক নেতা পোস্টার দিয়েছেন পদ্মার পাড়ে।

মন্ত্রী এ নিয়ে বলেন, ‘সবাইকে নিয়ে মিটিং করে বললাম রাস্তার পাশে ছবি লাগাবেন না তারপরেও দেখলাম ঢাকা সিটির এক নেতা  ছবি লাগিয়েছেন।

উদ্দেশ্য নেত্রীর চোখে যদি ছবিটা পড়ে-এমন হাস্যরসে বলেন ওবায়দুল কাদের।
১২ ডিসেম্বর পদ্মা সেতুর মুল পাইলিং কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মাওয়া জাজিরা পাড়ে।

শুধু পদ্মাসেতুর কাজের তত্বাবধানে মন্ত্রী এ পর্যন্ত পদ্মায় গেছেন ১৯৪ বার। এর মধ্যে মাওয়া অংশে ১৩৪ বার এবং পদ্মার ওই পাড়ে জাজিরা অংশে ৬০ বার।
 
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।