ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সপ্তাহব্যাপী শিল্পকর্ম সংরক্ষণ বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
সপ্তাহব্যাপী শিল্পকর্ম সংরক্ষণ বিষয়ক কর্মশালা

ঢাকা: সপ্তাহব্যাপী ৩য় শিল্পকর্ম সংরক্ষণ বিষয়ক কর্মশালা এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (১৩ ডিসেম্বর) আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগ ও একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এ কর্মশালা আয়োজিত হবে।



শনিবার (১২ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোববার বেলা ১১টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন ও স্বাগত বক্তব্য রাখবেন চারুকলা বিভাগের পরিচালক উৎপল কুমার দাস।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।