ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী প্রেসক্লাবের কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
ফেনী প্রেসক্লাবের কমিটি গঠন রফিকুল ইসলাম ও শেখ ফরিদ উদ্দিন আক্তার

ফেনী: ফেনী প্রেসক্লাবের কার্যকরী পরিষদ-২০১৬ সালের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে বাংলা ভিশন ও ঢাকা ট্রিবিউনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম সভাপতি এবং দেশটিভি, দৈনিক মানবকন্ঠের ফেনী প্রতিনিধি ও দৈনিক দুর্বার সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।



শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে ক্লাব সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি আজাদ মালদার ও দিলদার হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক মিলু ও এম সাইদ খান, কোষাধ্যক্ষ শেখ ফরিদ  রতন, দফতর সম্পাদক  মফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক রাজন দেবনাথ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক  জাফর সেলিম এবং প্রচার সম্পাদক ওমর ফারুক।

এছাড়া নির্বাহী কমিটির সদস্যরা হলেন, শাহজালাল রতন, আবুল কাশেম চৌধুরী, খলিলুর রহমান, জামাল উদ্দিন ছুট্টু, মো. তমিজ উদ্দিন ও শাহ আলম।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।