ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে বিশেষ অভিযানে আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
মেহেরপুরে বিশেষ অভিযানে আটক ৬

মেহেরপুর: মেহেরপুর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের আটক করা হয়।



এর  মধ্যে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের একাধিক দল এসব অভিযান চালায়। আটকদের মধ্যে জিআর, সিআর মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ৫ জন ও ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত একজন আসামি রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান এ তথ্য বাংলানিউজকে জানিয়েছেন। আটকদের রোববার জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।