ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশি নাগরিক ও ব্লগার হত্যায় আইএস সংযোগ নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
বিদেশি নাগরিক ও ব্লগার হত্যায় আইএস সংযোগ নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিদেশি নাগরিক ও ব্লগার হত্যার সঙ্গে কোনো আইএস সংযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গণভবনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন (Thomas Shannon) সৌজন্য সাক্ষাত করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।



প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিশওয়াল, দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মনপ্রিত সিং আনন্দ এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লম বার্নিকাটও ছিলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

বিদেশি নাগরিক ও ব্লগার হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত অনেক দূর এগিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসবের সঙ্গে কোনো আইএস সংযোগ নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো উল্লেখযোগ্যভাবে সফল হয়েছে। তারা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করেছে।

তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের উস্কানি দেশের অভ্যন্তর থেকে দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশে ও আর্ন্তজাতিক অঙ্গনের সব ধরনের সন্ত্রাস ও উগ্রবাদকে জোরালোভাবে ধিক্কার জানাই।

ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার চলমান সর্ম্পকে সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা বলেন, সর্ম্পক একটা শক্ত ভিত্তির ওপর দাড়িয়েঁছে।

জলবায়ু ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ইস্যুটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। জলবায়ু ক্ষতি মোকাবেলায় বাংলাদেশকে প্রতি বছর ১ শতাংশের বেশি জিডিপি ব্যয় করতে হয়।

কার্বন নি:সরণ কমানো ও জলবায়ু স্থিতিস্থাপক উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকারের কথা পু্র্নব্যক্ত করেন তিনি।

দারিদ্র্য বিমোচন ও মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, গত ৬ বছরে দারিদ্র্য ৪১ শতাংশ থেকে ২২.৪ শতাংশে কমাতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, দারিদ্র্য নির্মূলে নিরলসভাবে কাজ করছে সরকার।

সন্ত্রাস ও উগ্রবাদ নির্মূলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধির ওপর জোর দেন থমাস শ্যানন। তিনি বলেন, সন্ত্রাস ও উগ্রবাদ এখন বৈশ্বিক সমস্যা।

আকাশপথের নিরাপত্তার জন্য দুই দেশের আরো গভীর সর্ম্পকের প্রয়োজন উল্লেখ করে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে আকাশপথের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রে থাকা বঙ্গবন্ধু হত্যাকারীদের প্রসঙ্গ তুললে শ্যানন বলেন, ‘দেশে ফিরে আমার সহকর্মীদের সঙ্গে এ বিষয়টি বলবো’।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সর্ম্পক আরো জোরদারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের তাক লাগানো অগ্রগতির প্রশংসা করেন থমাস শ্যানন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এমইউএম/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।