ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

সরকারের সব কর্মকাণ্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
সরকারের সব কর্মকাণ্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান

সাভার (ঢাকা): ভূমিদস্যুরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে সাভারের সিএনবি এলাকায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উদ্যোগে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন পুলিশ ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১৫তম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন।



প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, যারা সরকারি খাল-বিল দখল করে বাড়িঘর, দোকানপাট নির্মাণ করেন তারা এ যুগের ‘রাজাকার’। বাংলাদেশের মানুষ ভূমি জরিপ নিয়ে মহাকষ্টে আছেন। এখন ভূমি মন্ত্রণালয় উন্নত হয়েছে। যেকেউ ইচ্ছে করলেই সরকারি বা খাল-বিল দখল করতে পারবেনা।

এসময় বর্তমান সরকারের সব কর্মকাণ্ড বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আকরাম হোসেন।

৩৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে ৩০ জন বিসিএস ক্যাডার অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।