ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
রাজশাহীতে ইয়াবাসহ আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে ৪শ ৮৫ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে মহানগরীর রাজপাড়া থানার ঢালুরমোড় এলাকা থেকে ইয়াবাসহ র‌্যার-৫’র সদস্যরা তাদের আটক করে।



আটকরা হলেন- রাজপাড়া থানার বসরি এলাকার আমিনুল ইসলামের ছেলে মো. শাহিন (২৫), পবা উপজেলার হড়িপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জয়নাল (৪০) ও একই গ্রামের আব্দুস সামাদের ছেলে পাঞ্জাতুল ইসলাম (৪১)।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসএস/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।