ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

২০১৭ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪২, ডিসেম্বর ১৩, ২০১৫
২০১৭ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

গাজীপুর: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ২০১৭ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণ করা হবে। এজন্য সংশ্লিষ্টদের সঙ্গে চুক্তিও স্বাক্ষরিত  হয়েছে।

চুক্তি স্বাক্ষরের পর প্রাথমিক কাজ হিসেবে গাজীপুরে ও বেতবুনিয়ায় দুইটি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হবে। আমরা সেভাবেই এগুচ্ছি।

রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুরের নলজানী এলাকায় টেলিযোগাযোগ স্টাফ কলেজ ক্যাম্প‍াসে গ্রাউন্ড স্টেশন স্থাপন এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ল্যান্ডফোনকে মোবাইল ফোনে ডাইভার্ড (পরিবর্তন) করার পরিকল্পনা রয়েছে বলে জানান তারানা হালিম।

তিনি বলেন, টেলিটক পোস্ট অফিসগুলোতে একটি কক্ষকে কম্পিউটারসহ আধুনিকায়ন করে উন্নত সার্ভিস সেন্টার স্থাপন করবে। এতে দুইটি প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লাভবান হবে।

তারানা বলেন, টেলিটকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর নেটওয়ার্ক কম, টাওয়ার কম ও মূলধন কম। আগামী ৩-৪ মাসের মধ্যে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করা হবে। তখন টেলিটকের নেটওয়ার্কের সমস্যাও লাঘব হবে।
 
প্রতিমন্ত্রী বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর যতগুলো কাজ হাতে নিয়েছি। তারমধ্যে অন্যতম হলো টেলিটককে শক্তিশালী করা। ইতোমধ্যে টেলিটকের টু-জি শক্তিশালী করা ও থ্রিজি সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেটওয়ার্ক সম্প্রসারণ করা সম্ভব হবে।

এসময় তার সঙ্গে বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক জি এফ এ চৌধুরী, টেলিকম স্টাফ কলেজের পরিচালক মো. শাহজাহান আলী, বিটিসিএল’র বিভাগীয় প্রকৌশলী মো. সাজ্জাদ বিন মোস্তাইনুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
রাস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।