ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে শিশু সন্তানকে হত্যাচেষ্টার পর মায়ের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বরিশালে শিশু সন্তানকে হত্যাচেষ্টার পর মায়ের আত্মহত্যা

বরিশাল: বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চরোডে শিশু সন্তানকে হত্যাচেষ্টার পর লিপি বিশ্বাস (৩০)  এক মা আত্মহত্যা করেছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওই এলাকার মিনু গাঙ্গুলীর ভাড়াটিয়া ও মাছ ব্যবসায়ী বিনোদ বিশ্বাসের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট একে এম মর্তুজা আবেদিন বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে লিপি বিশ্বাস তার পাঁচ বছরের শিশু সন্তান বর্ষাকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালান।

এ সময় ওই ঘরে থাকা তার স্বামী বিনোদ বিশ্বাসের ভাইয়ের মেয়ে সীমা বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায়। প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে তার চিকিৎসার জন্য ব্যস্ত হয়ে পড়েন।

এই সুযোগে লিপি বিশ্বাস ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। প্রতিবেশীরা টের পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ এসে লিপি বিশ্বাসকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ সুতার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।