নারায়ণগঞ্জ: মেঘনা নদীতে নৌশ্রমিক অপহরণের ঘটনায় সারাদেশে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন নৌশ্রমিকরা।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার।
তিনি জানান, অপহৃত মাস্টার জসিম ও সুকানি কামরুলকে উদ্ধারের খবর পেয়ে শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
সবুজ শিকদার বলেন, ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এমডি নিউজিও ভাগ্যকুল নামে একটি কার্গো জাহাজ লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকায় পৌঁছালে দস্যুদের হামলার শিকার হয়। এসময় কার্গো মাস্টার জসিম ও সুকানি কামরুলকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে দস্যুরা।
এ ঘটনায় শুক্রবার (২৫ ডিসেম্বর) সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন নৌশ্রমিকরা।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আরএইচএস/আরএইচ
** সারাদেশে নৌ-যান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট