ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকিস্তান দূতাবাসে তালা লাগানোর দাবি গণজাগরণ মঞ্চের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
পাকিস্তান দূতাবাসে তালা লাগানোর দাবি গণজাগরণ মঞ্চের ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে পাকিস্তান দূতাবাসে তালা লাগিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

বুধবার (০৬ জানুয়ারি) রাজধানীর শাহাবাগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিজামীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের পক্ষে তিনি এ দাবি জানান।



ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে অবস্থানের ধারাবাহিকতায় পাকিস্তান আমাদের কূটনীতিক বহিষ্কারের কথা বলে ধৃষ্টতা দেখিয়েছে। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের কূটনীতিককে এ দেশ থেকে বহিষ্কার করে তাদের দেশে পাঠিয়ে দিতে হবে। একই সঙ্গে পাকিস্তান দূতাবাসে তালা লাগিয়ে দিতে হবে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের কূটনীতিককে বহিষ্কার করা না হলে, অতীতের মতো পাকিস্তান দূতাবাস ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।

নিজামী অনেক বড় অপরাধী। তাই তার ফাঁসির আদেশ বহালের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির এক বিরাট জয় হলো। এখন রিভিউ-এর শুনানি শেষ করে দ্রুত এ ফাঁসির রায় কার্যকর করতে হবে।

এর আগে সকাল ৮টা থেকেই শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। সকাল নয়টার দিকে নিজামী ফাঁসির রায় বহালের খবর এলে তারা আনন্দ উল্লাস করেন।

মিছিল শেষে মঞ্চের নেতা কর্মীরা জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
ইইউডি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।