ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে যুবকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
সোনাইমুড়ীতে যুবকের মৃতদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া খেয়াঘাট রেলসেতুর ওপর থেকে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

বুধবার (০৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



চৌমুহনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রতন বাংলানিউজকে জানান, সকালে লাকসাম-নোয়াখালী রেলরুটের বগাদিয়া খেয়াঘাট রেলসেতুর ওপর ক্ষতবিক্ষত মৃতদেহটি পড়ে থাকতে দেখে চৌমুহনী রেলওয়ে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

এদিকে, স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মৃতদেহ রেলসেতুর ওপর ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। পরে মৃতদেহটি ট্রেনে কাটা পড়ে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।