গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহামুদ চৌধুরী এমপি এ কমিটি ঘোষণা করেন।
এতে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য (এমপি) ইউনুস আলী সরকার সভাপতি, অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, মোজাহারুল ইসলাম সরকার ও সামছুজোহা প্রামাণিক রাঙ্গা সহ-সভাপতি, শাহারিয়া খাঁন বিপ্লব সাধারণ সম্পাদক এবং ফারুকুল ইসলাম ফারুককে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে শুক্রবার সকাল ১১টায় সাদুল্যাপুর বহুমুখি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামস্-উল-আলম হিরু।
সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক আবদুল জলিল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহামুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মো. ইউনুস আলী সরকার, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রিপন।
পরে দুপুরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সাদুল্যাপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে চার জন ও সাধারণ সম্পাদক পদে পাঁচ প্রার্থী নিয়ে সমঝোতা বৈঠকে বসেন কেন্দ্রীয় কমিটির নেতারা।
এরপর সমঝোতা শেষে সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
২০০৪ সালের ১৯ জানুয়ারি সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মো. ইউনুস আলী সরকার সভাপতি ও শাহারিয়া খাঁন বিপ্লবকে সাধারণ সম্পাদক করে ৭৭ সদস্যর কমিটি গঠন করা হয়।
পরে ২০০৮ সালে দলীয় সিদ্ধান্তে ডা. মো. ইউনুস আলী সরকারকে বহিষ্কার করা হলে সহ-সভাপতি মোজাহারুল ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
পিসি