ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ব্যাংক ডাকাতির চেষ্টাকালে আটকদের বিরুদ্ধে মামলা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
ধামরাইয়ে ব্যাংক ডাকাতির চেষ্টাকালে আটকদের বিরুদ্ধে মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধামরাই (ঢাকা): রাজধানী ঢাকার অদূরে ধামরাইয়ে সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টাকালে হাতেনাতে আটক পাঁচজনের বিরুদ্ধে ধামরাই থানায় পৃথক চারটি মামলা দায়ের করেছে র‌্যাব-৪।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-৪ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার বখতিয়ার বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।


 
মামলার আসামীরা হলেন- লক্ষ্মীপুর জেলার সদর থানার মহাদেবপুর এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে সবুজ, চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তরপাড়া এলাকার আজিজুল হকের ছেলে বাদশা মিয়া, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার দক্ষিণ লসকারপুর এলাকার মৃত আফজাল শেখের ছেলে রিয়াজুল ইসলাম, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকার মেহেদী হাসানের স্ত্রী শিলা ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কদমতলী এলাকার লিটন মিয়ার স্ত্রী রুমানা।

এছাড়া ‘বন্দুকযুদ্ধে’ নিহত ডাকাত সদস্য মাসুকের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
 
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক এ ব্যাপারে বাংলানিউজকে জানান, ব্যাংক ডাকাতির চেষ্টাকালে আটক পাঁচজনের বিরুদ্ধে নাম উল্লেখ করে অস্ত্র, মাদক, ডাকাতির চেষ্টা ও অপমৃত্যু আইনে পৃথক চারটি মামলা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৯২৪ ঘন্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আরএইচ

** ধামরাইয়ে ব্যাংক ডাকাতির চেষ্টাকালে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ১, আটক ৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।