ঢাকা: অস্ট্রেলিয়ার মেলবোর্নে ব্রাউন্সউইক স্ট্রিট গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী মৃণাল কান্তি দাশের ‘মাদার ন্যাচার’ শীর্ষক প্রথম একক চিত্র প্রদর্শনী।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা থেকে শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে আগামি ৪ মার্চ পর্যন্ত।
প্রদর্শনীতে তুলিতে আঁকা চিত্রকর্মের পাশাপাশি স্থান পেয়েছে পেন স্কেচ, পেইন্টিং ও আলোকচিত্র। শিল্পী মৃণাল কান্তি দাশের এ প্রদর্শনীতে অস্ট্রেলিয়ার দর্শকরা বাংলাদেশকে দেখছেন নতুন আলোয়, রঙে ও সম্ভাবনায়।
এছাড়াও এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের অনুপ্রাণিত করছে। প্রদর্শনীতে প্রবাসী বাঙালিদের উপস্থিতিও লক্ষ্যনীয় বলে জানিয়েছেন আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আরএইচএস/আরএইচ