ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় দেশি মদসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
মঠবাড়িয়ায় দেশি মদসহ আটক ৩ ছবি: প্রতীকী

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দেশি মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (২৫), একই গ্রামের মো. মজিবরের ছেলে মো. ফয়সাল (২১) ও চিত্ত বিশ্বাসের ছেলে অঞ্জন বিশ্বাস (২১)।

মঠবাড়িয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে মিঠাখালী গ্রামে অভিযান চালিয়ে থেকে দেড় লিটার দেশি মদসহ ওই তিনজনকে আটক করা হয়।

পুলিশ বাদী হয়ে রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।