নীলফামারী: নীলফামারীর ডিমলা বাজারে অগ্নিকাণ্ডে ১২দোকান ভষ্মিভূত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডিমলা ফায়ার স্টেশন সূত্র জানায়, রাত ২টার দিকে খবর পেয়ে ডিমলা ও ডোমার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে কাপড়, ওষুধ, জুতা, প্লাস্টিক সামগ্রী, ঢেউটিন ও গ্যাস, বীজ ভাণ্ডার, বেকারি, চশমা, ডিজেল পেট্রোলের দোকানসহ ১২ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত হয়। অগ্নিকাণ্ডে ১৭লাখ টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
ডিমলা ফায়ার স্টেশনের টিম লিডার আবু বক্কর সিদ্দিক জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ২০লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসএইচ