ময়মনসিংহ: ময়মনসিংহে শিশু সাদ্দাম (১২) নির্যাতনের ঘটনায় জড়িত তিন জনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন, আব্দুল আজিজ (৪৫), রফিকুল ইসলাম (৩৫), আজিজুল ইসলাম (৩৫)।
শনিবার মধ্যরাতে নগরীর ভাটিকেশর, জে.সি গুহ রোড ও সদর উপজেলার মাইজবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশু সাদ্দামকে নির্যাতনের ভিডিওচিত্র দেখে তাদেরকে আটক করা হয়।
এদিকে এই ঘটনার মূল হোতা শহরের ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সফিরউদ্দিন সরুকে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত বুধবার দুপুরে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ এনে শিশু সাদ্দামকে লাঠিপেটাসহ বর্বর নির্যাতন চালায় ওই আওয়ামী লীগ নেতা। এ সময় শিশুটিকে নিয়ে রঙ্গ তামাশা করেন স্থানীয় আরও কয়েক ব্যক্তি।
পরে ওই বর্বর নির্যাতনের ভিডিওচিত্রটি ছড়িয়ে পড়ে মানুষের হাতে হাতে।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আরআই