ঢাকা: চোরাই মোটরসাইকেলসহ এক চোরকে গ্রেফতার করেছে রাজধানীর খিলগাঁও থানা পুলিশ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানার ওসি কাজী মাইনুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর সিপাহীবাগ এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ রশিদ নামের একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে গাজীপুরের কলিয়াকৈর থেকে শনিবার ভোররাতে মো. রাসেলকে(৩০) আরও একটি চোরাই মোটরসাইলেকসহ গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কালিয়াকৈর পুলিশের সহযোগিতায় এ অভিযানে অংশ নেন খিলগাঁও থানার এসআই আবুল বাশার মোল্লা, রুবেল হাওলাদার, রফিকুল ইসলাম ও এএসআই নাজমুলসহ ছয়জন।
গ্রেফতারকৃত রাসেল কালিয়াকৈরের পাইকপাড়া এলাকার সোহরাব হোসাইনের ছেলে।
এর আগে গত বৃহস্পতিবার সিপাহীবাগ থেকে আরেকটি চোরাই মোটরসাইকেলসহ খিলগাঁও থানা পুলিশ মো. রশিদকে (৩২) গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করেছে পুলিশ। গ্রেফতারকৃত রশিদ গাইবান্ধার পলাশবাড়ী থানার গোবিন্দা রায় এলাকার মৃত শহীদ আলীর ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাসেলকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মাইনুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রূয়ারি ২০, ২০১৬
এমআইকে/ইএস/এএসআর