বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলার চর চিংগুড়ি এলাকা থেকে আবুল কাসেম (৫০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাগেরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম শিপনের মেঝ ভাই।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে চিতলমারী-পাটগাতি সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবুল কাসেমের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, সকালে চর চিংগুড়ি এলাকায় রাস্তার পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসআই