ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদের মাতৃভাষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদের মাতৃভাষা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: সালাম, রফিক, বরকত ও জব্বারসহ আরো অনেক বুকের তাজা রক্তের বিনিময়ে আদায় হয়েছিলো আমাদের মাতৃভাষা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন ক্ষেত্রে ‍ গৌরবোজ্জ্বল ও প্রশংসনীয় অবদান রাখায় ১৬ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক তুলে দেওয়া  শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃভাষা আদায়ের বর্ণনা করেন।



তিনি বলেন, জাতিকে ধংস করার চেষ্টা করা হয়েছিলো ভাষার উপর আঘাত করে। এ সময় পাকিস্তানিরা আমাদের উপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিলো। কিন্তু আমার দেশের ভাষা সৈনিকরা তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে সে মাতৃভাষা অর্জন করেছিলেন।   আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

** এবার একুশে পদক পেলেন ১৬ জন

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।