ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৬৪৫ পিছ ইয়াবা, ৬৪ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৪৬০ পিছ ইনজেকশন ও ৫ লিটার চোলাইমদ উদ্ধার করে পুলিশ।
সোমবার (২৪ অক্টোবর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
ডিএমপি’র সিনিয়র সহকারী কমিশনার (এসি, মিডিয়া) এএসএম হাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
পিএম/জেডএস