হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তের নন্দিপুর এলাকা থেকে ১৯০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মারফিদুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
মারফিদুল ইসলাম জেলার হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের নাজমুল হকের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হিলি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার কে এম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী নন্দিপুর এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে ১৯০ বোতল ফেনসিডিলসহ মারফিদুল ইসলাম নামে ওই যুবককে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসআই