সিলেট: সিলেট জেলা প্রশাসন আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করবেন তিনি।
এ উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ২টায় সংক্ষিপ্ত সফরে তিনি সিলেট আসছেন। পরদিন বুধবার (২৬ অক্টোবর) সকাল ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
জেলা প্রশাসন থেকে পাঠানো অর্থমন্ত্রীর সফরসূচি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এনইউ/জিপি/বিএস