ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ২৭ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
হবিগঞ্জে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ২৭ জনের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জে মুক্তাদির হোসেন নামে এক কৃষককে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ ও ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারিভন এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের আনিছ মিয়া, ফরাশ উদ্দিন, বজলু মিয়া, নুর ইসলাম ও জমসের মিয়া। রায় ঘোষণাকালে আনিছ মিয়া ও ফরাশ উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে ২০০২ সালের ২০ মে আসামিরা একই গ্রামের কৃষক মুক্তাদিরের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান। এসময় তারা তাকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত মুক্তাদিরের ভাই মোশাহিদ বাদী হয়ে ৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালে তিন আসামির মৃত্যু হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।