ফেনী: ফেনীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ফেনী মডেল থানার পাঁচগাছিয়া বাজারের পৌর মার্কেট ও পূর্ব বিজয় সিং গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন-পাঁচগাছিয়ার শীল বাড়ির মৃত মরণ শীলের ছেলে রনজিত কুমার শীল (৩৫), একই গ্রামের ভূঞা বাড়ির আব্দুল গোরফানের ছেলে নুর ইসলাম (২৫), বিজয় সিংহ জমাদ্দার বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে মো. ইয়াছিন (৩৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, দুপুরে ফেনী সদর থানার পাঁচগাছিয়া বাজারের পৌর মার্কেটে লক্ষ্মীভাণ্ডারের দোকানে অভিযান চালানো হয়। এসময় এক কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ রনজিত কুমার শীল ও নুর ইসলামকে আটক করা হয়।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর থানার পূর্ব বিজয় সিং বড় বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৬০ পিস ইয়াবাসহ ইয়াছিনকে আটক করা হয়।
এ ব্যাপারে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. ইকবালুর রহমান এবং উপপরিদর্শক মো. মোখলেছুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এনটি/আরএ