কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চারটি হাতবোমাসহ রুবেল (৩০) নামে এক চোরকে গণধোলায় দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বাংলানিউজকে জানান, সোমবার (২৪ অক্টোবর) দিনগত রাত ২টায় রুবেল তেকালা মধ্যপাড়া গ্রামের তৌহিদের বাড়িতে মোটরসাইকেল চুরি করতে যায়। এসময় তৌহিদের বাড়ির লোকজন চিৎকার করলে রুবেল বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া করে চারটি বোমাসহ রুবেলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
আহত অবস্থায় রুবেলকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। সেখানে অবস্থার অবনতি হলে সকালে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এনটি