ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ফেনীতে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪ ব্যাটালিয়নের ফেনীর জয়লষ্কর ক্যাম্প কর্মকর্তারা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে বিজিবির জয়লষ্কর ক্যাম্প মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল ইসলাম ও উপ অধিনায়ক মেজর ওবায়েদুর রেজা।

সাংবাদিকদের মধ্যে ছিলেন, রফিকুল ইসলাম, শুকদেব নাথ তপন, বখতেয়ার ইসলাম মুন্না, আবু তাহের, শাহজালাল রতন, জমির উদ্দিন বেগ, শেখ ফরিদ উদ্দিন আত্তার ও সোলায়মান হাজারী ডালিম প্রমুখ।

সভায় সীমান্তে মাদক চোরাচালান, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।