মুন্সীগঞ্জ: পদ্মা নদীতে নাব্যতা সংকট দেখা দেওয়ায় মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে কাওরাকান্দি রুটে চলাচলকারী একটি ফেরি চরে আটকা পড়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ফেরি শাহ আলী লৌহজংয়ের কাছাকাছি আটকা পড়ে।
এদিকে, নদীতে পানি কম থাকায় এ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নিয়মিত ১৬টি ফেরির মধ্যে বর্তমানে ১০টি চলাচল করছে। এতে করে পারের অপেক্ষায় উভয় ঘাটে যানজট তৈরি হচ্ছে।
বিআইডব্লিওটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী বাংলানিউজকে জানান, নাব্যতা সংকট চরম আকার ধারণ করায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কোনো ফেরি ফুল লোড নিয়ে চলতে পারছে না।
তিনি জানান, রুটের ড্রেজিংয়ের জন্যও ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। আটকে থাকা ফেরিটি জোয়ার এলে ছেড়ে যাবে।
এদিকে, ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। বর্তমানে মালবাহী ট্রাকসহ অন্তত কয়েকশ গাড়ি শিমুলিয়া ঘাটে আটকা পড়ে আছে বলে জানিয়েছে ঘাট সূত্র।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসআর