ঢাকা: রাজধানী গুলশানের ডিসিসি মার্কেটে ভেজালবিরোধী অভিযান চালিয়ে চারটি প্রসাধনী দোকান ও একটি মাংসের দোকানেকে ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবার) দুপুরের দিকে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
মশিউর রহমান বলেন, গুলশানের ডিসিসি মার্কেটে ভেজালবিরোধী অভিযান চালিয়ে চারটি দোকানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনহীন পণ্য বিক্রির দায় ৫৭ হাজার টাকা জরিমান করা হয়।
এর মধ্যে মা এন্টারপ্রাইজ ও মাওলা ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে, মিজান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং এএম ট্রেডার্সকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ওই মার্কেটে বেঙ্গল মিটস নামের একটি মাংসের দোকানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, এ মার্কেটের প্রসাধনীর চারটি দোকানে বিএসটিআই’র অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে বিএসটিআই’র অডিনেন্স এর ২৪ ধারা অনুযায়ী মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, ভেজাল মাংস বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় বেঙ্গল মিটসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই’র ফিল্ড অফিসার সুরাইয়া পারভিন বলেন, বিএসটিআই’র অনুমোদন ছাড়াই এসব দোকানে বিদেশি পণ্য বিক্রি করা হচ্ছে। এখানে বেবি ফুড প্রোডাক্টস ও বিভিন্ন কেচাপ (সস) বিক্রি করা হচ্ছে। এগুলোতে বিএসটিআই’র লোগো ব্যবহারের কোনো নিয়ম মানা হয়নি।
তিনি বলেন, বিএসটিআই’র কাছে ১৫৫ ধরনের বিদেশি পণ্যের লিস্ট আছে, যা বিক্রি ও বাজারজাত করা যাবে। তবে এর বাইরে কোনো পণ্য বিক্রি বা বাজারজাত করতে হলে বিএসটিআই’র অনুমোদন নিতে হবে।
এদিকে, ডিসিসি মার্কেট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব বাবুল বলেন, এ বিদেশি পণ্যগুলো আমার ইমপোটারদের কাছ থেকে কিনে বিক্রি করি। এগুলো বিদেশ থেকে আসার পর কাস্টমস কর্মকর্তারা টাকা খেয়ে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই ছেড়ে দেয়।
‘কিন্তু কাস্টমস কর্মকর্তারা ঘুষ খেয়ে এসব পণ্য ছেড়ে দিচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ’
অথচ, আমরা বিক্রি করছি বলেই আমাদেরকেই বারবার ধরা হচ্ছে, -যোগ করলেন তিনি।
এর আগে বেলা ১টায় গুলশানের ডিসিসি মার্কেটের বিভিন্ন প্রসাধনী দোকানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় গুলশান থানা পুলিশ ও বিএসটিআই’র ফিল্ড অফিসার সুরাইয়া পারভিন ও মারুফা বেগম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬/আপডেটেড ১৫৫০ ঘণ্টা
এসজেএ/জিপি/এসএইচ