তালা (সাতক্ষীরা): ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ আওতায় সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ওই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মহান্দী গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এর আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তপন চক্রবর্তী, জাসদ নেতা দেবাশীষ দাশ প্রমুখ।
এ কার্যক্রমের আওতায় সপ্তাহে তিন দিন (শুক্র, শনি ও মঙ্গলবার) চাল বিক্রি করা হবে। একজন কার্ডধারী এক মাসে সর্বোচ্চ ৩০ কেজি করে চাল পাবেন। খলিলনগর ইউনিয়নে এক হাজার ৪১০ পরিবার এ কার্যক্রমের আওতায় এসেছে।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এজি/আরএ