ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা নবনিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
 সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা নবনিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের

ঢাকা: বাংলাদেশের সঙ্গে নরওয়ের সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ নবনিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন।

বিদায়ী রাষ্ট্রদূত মেরেটে লুনডেমোর স্থলে নিযুক্ত হচ্ছেন সিডসেল ব্লেকেন।

বাংলাদেশে নিয়োগ লাভের আগে তিনি নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক, পোল্যান্ডের রাজধানী ওয়ারশে রাজকীয় নরওয়ের দূতাবাসে কাউন্সিলর এবং ইসলামাবাদে রাজকীয় নরওয়ে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (অক্টোবর ২৪) রাজকীয় নরওয়ে দূতাবাসের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে সিডসেল ব্লেকেন বলেন, নরওয়ে এবং বাংলাদেশের মধ্যে সবসময়ই দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আমি প্রত্যাশা করি আমার বাংলাদেশে থাকাকালীন কূটনীতি, বাণিজ্য এবং উন্নয়ন সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় হবে।

বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হিসেবে আমার কর্মকালকে নিয়োজিত করবো সবার সমান অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক সমাজ গঠনের অভিন্ন লক্ষ্য অর্জনের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় এবং শক্তিশালী করার কাজে।

আগামী বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র পেশ করবেন সিডসেল ব্লেকেন। এ সময় নরওয়ের রাজা হেরাল্ড পঞ্চম এর একটি চিঠি রাষ্ট্রপতিকে হস্তান্তর করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।