নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ইঞ্জিনচালিত ট্রলার ডুবে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার বৌ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, সুখচর ইউনিয়নের চর আমানউল্ল্যা গ্রামের আরিছুল আহমদের ছেলে আরিফ হোসেন (৩২) ও বয়ারচর ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামের আমির হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত বাদশা (১০)।
পুলিশ জানায়, দুই দিন আগে বাদশার ভাইয়ের বিয়ে হয়। মঙ্গলবার সকালে ট্রলারযোগে বয়ারচর থেকে আত্মীয়-স্বজন নিয়ে ভাইয়ের শ্বশুর বাড়ী সুখচরে যাচ্ছিল বাদশা।
দুপুর ১টার দিকে হঠাৎ মেঘনা নদীর বৌ বাজার এলাকায় জোয়ারের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাদশা ও আরিফ হোসেন ডুবে যায়। পরে অন্য নৌকার মাঝি-মাল্লাসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬/আপডেট: ১৬৫৫ ঘণ্টা
এসআর