হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি হিলি আইসিপি ক্যাম্প থেকে হাতকড়া পরা অবস্থায় ১০ বোতল ফেনসিডিলসহ হৃদয় হোসেন (২৫) নামে আটক এক যুবক পালিয়ে গেছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, সোমবার রাত দেড়টার দিকে ১০ বোতল ফেনসিডিল নিয়ে হৃদয় হোসেন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তাকে হাতকড়া পরিয়ে বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের ভেতরে রাখে। ভোর ৪টার দিকে বিজিবির চোখ ফাঁকি দিয়ে সে হাতকড়া পরা অবস্থায় ক্যাম্পের দেওয়াল টপকে পালিয়ে যায়।
এদিকে, এলাকাবাসী ও হৃদয়ের বাবা কামাল হোসেনের দাবি, সোমবার বিজিবির একটি পিকআপভ্যান হিলি বাজার হয়ে কালিগঞ্জ গ্রামের দিকে যাচ্ছিল। এসময় পেছন থেকে কা বা কারা বিজিবিকে উদ্দেশ্য করে ইট ছুড়ে মারে। ওই ঘটনায় জড়িত সন্দেহে বিজিবি সদস্যরা হৃদয়কে ধরে নিয়ে যায়। এখন তারা আবার বলছে সে নাকি ক্যাম্প থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়েছে।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক যুবককে ধরতে হিলির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। সেই সঙ্গে স্থানীয় হাকিমপুর পৌরসভার মেয়র, কাউন্সিলর ও তার পরিবারের লোকজনের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরএ