ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আশুলিয়ায় নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়া, সাভার: আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সোনালি  (২৫) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে তার ভাড়া বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোনালি মাদারীপুর জেলার কানকিনি থানার খাটিয়াল গ্রামের জাহাঙ্গীর মাদবরের মেয়ে। সে তার স্বামী জীবনের সঙ্গে নরসিংহপুর শওকতের বাড়িতে ভাড়া থেকে সাউদার্ন ক্লোথ লিমিটেডে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।
 
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাংলানিউজকে জানান, সোমবার রাতে সোনালির সঙ্গে তার স্বামী জীবনের কথা কাটাকাটি হয়। পরে জীবন নাইট ডিউটিতে চলে যান। রাতের কোনো এক সময় সোনালি বাথরুমের দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে দীর্ঘক্ষণ বাথরুম বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বাথরুমের দরজা ও চাল ভেঙে মরদেহটি উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পারিবারিক কলহের জের ধরে সোনালি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।