খুলনা: খুলনায় রেলওয়ে মার্কেটের ৯০টি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ অভিযান দুপুর আড়াইটায় শেষ হয়।
খুলনায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা শেরে বাংলা বিপণী কেন্দ্রের ১৩০টি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে গত বছরের ০৪ ও ০৫ মার্চ কর্তৃপক্ষ ৪০টি প্রতিষ্ঠান উচ্ছেদ করে। এবার বাকি প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করা হলো।
রেলওয়ে কর্তৃপক্ষ বাংলানিউকে জানায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে দোকান উচ্ছেদ অভিযান শুরু হয়। যা দুপুর আড়াইটায় শেষ হয়। অভিযানকালে বুলডোজার দিয়ে পুরো মার্কেট গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ে পাকশীর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
এসময় প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ড. আব্দুল মান্নান, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মো. আফজাল হোসেন এবং প্রধান প্রকৌশলী ও বিভাগীয় প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে ছিলেন।
রেলওয়ে পাকশীর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, এসব অবৈধ স্থাপনার কারণে খুলনায় আধুনিক রেল স্টেশন নির্মাণ বাধাগ্রস্ত হচ্ছিল। যে কারণে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া রেলের জমিতে গড়ে ওঠা অন্য অবৈধ স্থাপনাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমআরএম/এএটি/এসএনএস