ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ায় নকল পণ্য উৎপাদন করায় এশিয়ান রাইজিং সান বাংলাদেশ ফ্যাক্টরির মালিক মো. নাসির উদ্দিনকে দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে দেড় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এ আদেশ দেন।
কাঠালিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মো. হেলাল বাংলানিউজকে জানান, এশিয়ান রাইজিং সান বাংলাদেশ কোম্পানি
বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়ক, ভেজাল তেল, খাদ্যদ্রব্য ও প্রসাধনী উৎপাদন করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ অক্টোবর) দিনগত রাতে কাঠালিয়ার বাসস্ট্যান্ড এলাকায় ফ্যাক্টরি ও মালিক নাসির উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে নাসির উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে দেড় মাসের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এনটি