ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

বিএডিসি’র শ্রমিকদের বর্ধিত মজুরি বহাল রাখার দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বিএডিসি’র শ্রমিকদের বর্ধিত মজুরি বহাল রাখার দাবি

ঢাকা: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) শ্রমিকদের পুনর্নির্ধারিত বর্ধিত মজুরি বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ফেডারেশনের সহ-সভাপতি মাহমুদুর রহমান মানিক বলেন, বিএডিসি ও ডেইরি ফার্মের খামারগুলোতে কর্মরত শ্রমিকদের চলতি বছরের ১২ জুন কৃষি মন্ত্রণালয় থেকে দৈনিক কাজের ভিত্তিতে শ্রমিকদের মজুরির হার পুনর্নির্ধারণের আদেশ জারি করে।

এ আদেশের পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন কৃষি গবেষণা, ধান গবেষণা ও বিএডিসির খামার শ্রমিকরা বিভাগীয় এলাকায় ৪৫০ টাকা এবং জেলা ও উপজেলায় চারশ’ টাকা হারে বর্ধিত মজুরি পেয়ে আসছিলেন। কিন্তু দুই মাস ধরে বিএডিসি কর্তৃপক্ষ নানা অজুহাত দেখিয়ে খামার শ্রমিকদের বর্ধিত মজুরি বন্ধ করে দেয়।  

মানববন্ধন থেকে শ্রমিকদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা সংক্রান্ত কিছু দাবি তুলে ধরা হয়।  

মানববন্ধনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেনসহ অন্য শ্রমিকরাও বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসটি/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।