ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে সড়ক সংস্কার ও নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ঈশ্বরগঞ্জে সড়ক সংস্কার ও নির্মাণ কাজের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পৌর সদরে ৭২ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার ও নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে স্থানীয় পৌর মেয়র ও মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস ছাত্তার এ নির্মাণ কাজের কাজের উদ্বোধন করেন।

জানা যায়, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আরডিইসির সহযোগিতায় ঈশ্বরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া গ্রামের টিঅ্যান্ডটি রোডের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের যাত্রী ছাউনি থেকে পৌরসভার শেষ সীমানা পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ সড়কের সংস্কার ও নির্মাণ কাজ হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার, পৌর সচিব কামরুল ইসলাম, প্রকৌশলী উত্তম কুমার, কাউন্সিলর আবদুল হোসেন, শহিদুল ইসলাম শহিদ, তফাজ্জল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমএএএম/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।