ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ১০ জুয়াড়ির জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
কেরানীগঞ্জে ১০ জুয়াড়ির জরিমানা

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে ১০ জুয়াড়িকে ২শ’ টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- এরশাদ আলী (২৮), মনির হোসেন (২৬), ফালান হোসেন (২৮), আতিক হোসেন (২৫), সুমন হোসেন (২৪), সাইদুল (২৫), আওকাত হোসেন (৩০), আব্দুল জব্বার হোসেন (৩০), মো. ফালান (২৫) ও রুহুল আমিন (২৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান জুমন বাংলানিউজকে বলেন, দুপুরে ঢাকা জেলা দক্ষিণ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা জুয়া খেলার সময় ওই ১০ জনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।