ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর বঞ্চিত প্যানেল শিক্ষকদের নিয়োগের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
রাজশাহীর বঞ্চিত প্যানেল শিক্ষকদের নিয়োগের দাবি

রাজশাহী: রাজশাহীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দাবি করেছেন বঞ্চিত প্যানেল শিক্ষকরা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বঞ্চিত প্যানেল শিক্ষকরা এ দাবি জানান।


 
তাদের অভিযোগ, সর্বোচ্চ আদালতের রায় তাদের পক্ষে থাকার পরও আমলাতান্ত্রিক জটিলতায় তারা নিয়োগ পাচ্ছেন না। গত বছরের ০৫ জুলাই এবং চলতি বছরের ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ ৬০ কার্যদিবসের মধ্যে বঞ্চিত প্যানেল শিক্ষকদের নিয়োগ দেওয়ার আদেশ দেন।

কিন্তু সরকারের সংশ্লিষ্ট বিভাগ সেই আদেশ বাস্তবায়ন করছে না। অথচ একই ধরনের মামলার রায় পক্ষে যাওয়ায় নওগাঁর শিক্ষকরা ইতোমধ্যেই নিয়োগ পেয়ে গেছেন। শুধু রাজশাহীর ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে।

লিখিত বক্তব্যে তারা বলেন, রাজশাহীতে বর্তমানে ৩০৫ জন নিয়োগ বঞ্চিত প্যানেল শিক্ষক রয়েছেন। তবে জেলায় বিভিন্ন সরকারি বিদ্যালয়ে এর চেয়ে বেশি পদ ফাঁকা রয়েছে। সংশ্লিষ্ট বিভাগ চাইলেই সবাইকে নিয়োগ দিতে পারে। নিয়োগ না পেয়ে তারা বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন।

সংবাদ সম্মেলনে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- সোহেল রানা, সিরাজুল ইসলাম, মাসুদ রানা, আহসান হাবিব, ওয়াসিম আলী প্রমুখ।

এসময় অর্ধশতাধিক নিয়োগ বঞ্চিত শিক্ষক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসএস/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।